১। ইউনিয়নের নামঃ ৮নং দাওগাঁও ইউনিয়ন পরিষদ।
২। ইউনিয়নের আয়তনঃ ১০ বর্গমাইল।
৩। ইউনিয়নের সিমানাঃ উতএর ৭নং ঘোগা ইউনিয়ন, পশ্চিমে- মধুপুর, দক্ষিণে- ফুলবাড়ীয়া, পূর্বে- ফুলবাড়ীয়া।
৪। মোট জনসংখ্যা- ৪০,১৮২ জন।
৫। পুরুষ সংখ্যা- ২০,৫১৪ জন।
৬। মহিলা সংখ্যা- ১৯৬৬৮ জন।
৭। খানার সংখ্যা- ৯২৫৬ টি (আ ডি অস অম) এর তথ্যত মতে।
৮। মোট জমির পরিমাণঃ ৭৫৭৯ একর।
৯। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ১টি।
১০। ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিত্যাক্ত- ১টি।
১১।ওয়ার্ড সংখ্যা- ৯টি।
১২। মৌজার সংখ্যাঃ ২৯টি।
১৩। গ্রামঃ ২৮টি।
১৪। পারিবারিক পরিবার পলিকল্পনা কেন্দ্র- ১টি।
১৫। কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্স- ৫টি।
১৬। ইউনিয়ন ভূমি অফিস ঃ ১টি।
১৭। সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ ১৫টি।
১৮। রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়ঃ ৫টি।
১৯।বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৩টি।
২০। কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ঃ ১টি।
২১। স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা সংলগ্নঃ ৪টি
২২। এবতেদায়ী মাদ্রাসা সংলগ্নঃ ৪টি
২৩। উচ্চ বিদ্যালয়ঃ ৪টি
২৪। নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঃ ১টি।
২৫। ফাজিল মাদ্রাসাঃ ১টি।
২৬। আলিম মাদ্রাসাঃ ১টি।
২৭। দাখিল মাদ্রাসাঃ ২টি।
২৮। কওমী মাদ্রাসাঃ ২টি।
২৯। হাফেজিয়া মাদ্রাসাঃ ১০টি।
৩০। মসজিদঃ ১৭টি।
৩১। মন্দিরঃ ৬টি।
৩২। ঈদগ্রাহ মাঠঃ ১৩টি।
৩৩। উন্নত বাজারঃ ২টি।
৩৪। অনুন্নত বাজারঃ ৭টি।
৩৫। বন বিভাগের অফিস- ২টি।
৩৬। শিক্ষার হারঃ ৩৭% (আনুমানিক)
৩৭। উন্মুক্ত জলাশয়ঃ ২টি।
৩৮। মহিলা বিপনী কেন্দ্রঃ ১টি।
৩৯। নদী বানার উক্ত ইউনিয়নের উপর দিয়ে প্রবাহীত।
৪০। খালঃ ২টি।
৪১। সুইচ গেইট (শুশুতি)ঃ ১টি।
৪২। বন্যা আশ্রয়+কার্ম একাডেমিক ভবনঃ ১টি।
৪৩। ব্রীজ (বানার নদীর উপর) কাটবওলা বাজার সংলগ্ন-১টি, রাজাবাড়ী বাজার সংলগ্ন ১টি।
৪৪। ঐতিহ্য বাহী জয়েনশাহী মাজারঃ ১টি।
৪৫। পাকা রাস্তার পরিমানঃ ১২ কিলোমিটার।
৫৬। কাচা রাস্তার পরিমানঃ ৯০ কিলোমিটার।
৪৭। মধুপুরের বনভূমির একাংশ এখানে অবস্থিত।
৪৮। হিন্দুদের অক্ষয় তৃতীয়া স্নানের ঘাট (শুশুতি) নাম স্থানে।
৪৯। শশান ঘাটঃ ৪টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস